হাসপাতালে ফের মরণঝাঁপ, এবার চিকিৎসক
হাসপাতালে রোগীর মরণঝাঁপের খবর একাধিক এসেছে। এবার ঝাঁপ দিলেন এক চিকিৎসক।
নয়াদিল্লি : এবার আর রোগী নন। এবার চিকিৎসক। রোগী হাসপাতালের জানালা, বারান্দা থেকে মরণঝাঁপ দিয়েছেন এমন একাধিক খবর সামনে এসেছে। কিন্তু এবার মরণঝাঁপ দিলেন এক চিকিৎসক। জুনিয়র চিকিৎসক। তিনি রেসিডেন্ট ডক্টর ছিলেন এইমস-এ। দিল্লি এইমসের সাইকিয়াট্রি বিভাগে জুনিয়র চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। তিনি তাঁর হস্টেলের ১০ তলা থেকে মরণঝাঁপ দেন গত শুক্রবার বিকেলে।
রক্তাক্ত অবস্থায় বছর ২৫-এর ওই জুনিয়র চিকিৎসককে হাসপাতালেই আপ্রাণ বাঁচানোর চেষ্টা হয়। কিন্তু বাঁচানো যায়নি। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে, ওই চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদে ছিলেন নিজেই সাইকিয়াট্রি বিভাগের ওই চিকিৎসক।
তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। তিনি নিজেই মরণঝাঁপ দেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। কেন তিনি অবসাদে ভুগছিলেন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কদিন আগেই দিল্লি এইমস-এ ভর্তি এক করোনা আক্রান্ত সাংবাদিক মরণঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা