মাস্ক নিয়ে বাজারে মারামারি, বাবাকে বাঁচাতে গিয়ে মৃত তরুণী
মাস্ক নিয়ে বাজারের মধ্যেই তুলকালামে রক্ত ঝরল এক তরুণীর। পরে তাঁর মৃত্যু হয় হাসপাতালে।
অমরাবতী : কয়েকদিন আগের কথা। তাদের পাড়ায় এক মধ্যবয়সী ব্যক্তিকে মাস্ক না পড়ে ঘুরতে দেখে প্রতিবাদ করে পাড়ার কয়েকজন যুবক। যুবকদের কাছে কটূক্তি শোনার পর সেখান থেকে চলে যান ওই ব্যক্তি। এর কিছুদিন পর গত শনিবার ওই ব্যক্তি ও তাঁর এক আত্মীয় বাজারে করছিলেন। সেই সময় বাজারে ওই যুবকদের একজনকে মাস্ক না পড়ে ঘুরতে দেখেন। আগের দিনের কথা মাথায় রেখে এবার পাল্টা বাজারের মাঝেই ওই যুবককে কটূক্তি করেন ওই ব্যক্তি ও তাঁর আত্মীয়। মাস্ক না পড়ে ঘোরার জেরে এভাবে বাজারের মাঝে অপদস্থ হয়ে ওই যুবক ও তার বন্ধুরা পাল্টা ওই ব্যক্তির দিকে রড নিয়ে তেড়ে যায়।
তাঁর বাবাকে মারতে যাচ্ছে ৪ যুবক। তাদের হাতে রড রয়েছে। এটা দেখে ছুটে আসেন কারনাতি ইয়ালামানদালা নামে ওই ব্যক্তির ১৯ বছরের মেয়ে কারনাতি ফাতিমা। এরমধ্যেই এক যুবক রড চালিয়ে দেয় ওই ব্যক্তিকে মারার জন্য। মেয়ে বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। রড গিয়ে সজোরে আঘাত করে তরুণীর মাথায়।
রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর ওই ব্যক্তির অভিযোগক্রমে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাস্ক নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার রেন্তাচিন্তালা এলাকায়। গত শনিবার ওই তরুণীর মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা