লুকিয়ে গৃহস্থের ঘরে ঢুকল লেপার্ড, নজরে পড়ল পাশের বাড়ির
ঘাপটি মেরে ছিল। তারপর টুক করে ঢুকে পড়ে গৃহস্থের ঘরে। যা নজরে পড়ে যায় পাশের বাড়ির বাসিন্দার।
মোরাদাবাদ (উত্তরপ্রদেশ) : তাঁরই প্রথমে নজরে পড়ে বিষয়টি। একটা কী যেন ঘাপটি মেরে ধীর পায়ে ঢুকছে তাঁরই পাশের বাড়িতে। কী ঢুকছে তা ভাল করে দেখতে গিয়ে তাঁর শরীরে হিমস্রোত বয়ে যায়। একটা লেপার্ড ওভাবে পাশের বাড়িতে ঢুকছে। পাশের বাড়িতে থাকেন মা ও ছেলে। লেপার্ড যদি ঘরে ঢুকে তাঁদের ওপর ঝাঁপ দেয় তো রক্ষে নেই। এটা বুঝতে পেরেই ওই ব্যক্তি দ্রুত আশপাশের সকলকে খবর দেন। সকলে হাতে লাঠি ও লোহার রড নিয়ে ছুটে আসেন সেখানে।
লেপার্ড অবশ্য বাইরে কী হচ্ছে জানত না। সে গৃহস্থের বাড়িতে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। তাতে আহত হন মা ও ছেলে। যদিও তার মধ্যেই হৈচৈ শুরু করেন গ্রামবাসীরা। মা ও ছেলেকে রক্ষা করতে গ্রামবাসীদের চিৎকারে ফের বেরিয়ে আসে লেপার্ডটি। আর বেরিয়ে আসতেই তাকে রড ও লাঠি দিয়ে পেটাতে শুরু করেন আতঙ্কিত গ্রামবাসীরা।
পালাতে পারেনি লেপার্ডটি। বরং মারের চোটে অজ্ঞান হয়ে যায়। তারপরই তার পা বেঁধে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। বন দফতর লেপার্ডটিকে আহত অবস্থায় উদ্ধার করে পশু হাসপাতালে পাঠিয়েছে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের হয়নি। মা ও ছেলেকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরওয়াড়া এলাকায়। যার পাশেই রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা