বিস্ফোরণে উড়ে গেল পিচের রাস্তা, গেস্ট হাউস
আতঙ্কের মাও তাণ্ডব। পাকা পিচের রাস্তা, গেস্ট হাউস উড়িয়ে দিল মাওবাদীরা। উড়ল একের পর এক গাড়িও।
রাঁচি : মাওবাদী তাণ্ডব নতুন কিছু নয়। তবে এবার যা হল তাতে স্থানীয় মানুষের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেছে। তাণ্ডবলীলা ছিল এতটাই ভয়ংকর। সোমবার ভোরে মাওবাদীরা একটি পাকা রাস্তাই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। বিস্ফোরণের জন্য সিলিন্ডার বোমা ব্যবহার করে তারা। পুলিশ জানাচ্ছে পিচের রাস্তার একটা অংশ খুঁড়ে তার তলায় সিলিন্ডার বোমাটি চাপা দিয়ে দেয় মাওবাদী গেরিলারা।
ওই সিলিন্ডার থেকে একটি তার বেরিয়ে দূরে গিয়েছিল। সেই তারের সাহায্যেই অনেক দূর থেকে বিস্ফোরণ ঘটায় তারা। উড়ে যায় রাস্তা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের জেরে একটি বিশাল গর্ত তৈরি হয়ে যায়। রাস্তার একটা বড় অংশ উড়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার খুতিপানি এলাকায়।
সোমবার ভোরে এই ঘটনা ঘটানোর আগে মাওবাদীরা রবিবার রাতে বারাকেলার জঙ্গলে ফরেস্ট রেঞ্জ গেস্ট হাউসে হামলা চালায়। পুলিশ জানাচ্ছে, গেস্ট হাউসটি প্রথমে রাতের অন্ধকারে ঘিরে ফেলে শতাধিক মাওবাদী গেরিলারা। তারপর ফরেস্ট অফিসের কর্মী ও তাঁদের পরিবারের ওপর হামলা চালায়। তাঁদের মারধর করে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় গেস্ট হাউস। ১৩টি গাড়িও উড়িয়ে দেয় তারা। এমনকি বন দফতরের কয়েকজন কর্মী ও তাঁদের পরিবারকে পণবন্দি করে। তবে ৫ ঘণ্টা পর ছেড়েও দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা