দেশে করোনা সংক্রমণ ৯ লক্ষ পার করল
দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ পার করে গেল। দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন।
নয়াদিল্লি : ভারতে যেভাবে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছিল তাতে অনেকেই মনে করছিলেন যে দৈনিক সংক্রমণ ৩০ হাজার পার করা সময়ের অপেক্ষা। কিন্তু গত ৩ দিন ধরে তা ২৮ হাজারি ঘরেই ঘুরপাক খাচ্ছে। ভারতে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। যার হাত ধরে দেশে মোট সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জনে।
সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। ৫৫৩ জন গত একদিনে করোনায় মারা গেছেন। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭২৭–এ। সংক্রমণ থেকে মৃত্যু সব দিক থেকেই অনেক এগিয়ে মহারাষ্ট্র। দেশের মোট মৃতের প্রায় অর্ধেকের কাছে মহারাষ্ট্রেই মারা গেছেন।
সংক্রমণ ও মৃত্যু যখন মাথাচাড়া দিয়েছে তখন কিন্তু অন্যদিকে দেশে সুস্থ মানুষের সংখ্যাও বাড়ছে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৮৯ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন। শতাংশের হিসাবে দেশে সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা