ক্ষীরসাগরে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃত ২
ইস্পাত কারখানায় তীব্র বিস্ফোরণে মঙ্গলবার বেলায় রীতিমত চমকে ওঠেন এলাকাবাসী। বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের।
রায়গড় (মহারাষ্ট্র) : ইস্পাত তৈরি করতে দরকার পড়ে গলিত লোহার। সেই লোহাকে গলানো হয় উচ্চতাপে। সেই তাপ তৈরি করা হয় এলপিজি গ্যাস ব্যবহার করে। ইন্ডিয়ান স্টিল ওয়ার্কস-এর কারখানাতেও সেই এলপিজি ব্যবহারই হয়। মঙ্গলবার বেলা সওয়া ১১টা নাগাদ কারখানার একটি অংশে কাজ করছিলেন ৩ জন শ্রমিক। তখনই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। তৃতীয়জনকে গুরুতর আহত অবস্থায় থানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই ভয়ংকর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড়ের ক্ষীরসাগর এলাকায়। বিস্ফোরণে এলাকার অনেক বাড়ি নড়ে যায়। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এদিকে ২ জন শ্রমিকের মৃত্যু হয়, তাঁদের দেহের অঙ্গহানি হয়েছে বিস্ফোরণের তীব্রতায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা