বন্ধুদের সঙ্গে ঝগড়া, ডুবুরি নামিয়ে উদ্ধার ব্যবসায়ীর দেহ
ডুবুরি নামিয়ে জলের তলা থেকে উদ্ধার হল এক তরুণ ব্যবসায়ীর দেহ। তাঁর ২ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌতমবুদ্ধ নগর : পেশায় ব্যবসায়ী। বয়স মাত্র ২২ বছর। পারিবারিক ব্যবসা। সেই ব্যবসা যথেষ্ট দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন। থাকতেনও এক বর্ধিষ্ণু বহুতল আবাসনে। ওই আবাসনেই থাকতেন ওই তরুণের ২ বন্ধু। পুলিশ জানাচ্ছে গত ৫ জুলাই ওই তরুণ ব্যবসায়ী আদিত্য সোনির সঙ্গে তাঁর ২ বন্ধুর ঝগড়া বাঁধে। আদিত্য হাসির ছলেই ২ বন্ধুকে এমন কিছু বলেন যা তারা সহ্য করতে পারেনি।
সামান্য ঝগড়া। তারপরই আদিত্যর ওপর ঝাঁপিয়ে পড়ে ২ বন্ধু। তাঁকে প্রথমে রড দিয়ে পেটানো হয়। তারপর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর আদিত্যর দেহ লোপাট করতে একটি গাড়িতে ২ বন্ধু রওনা দেয় গ্রেটার নয়ডার যে গৌর অতুল্যম সোসাইটিতে তারা থাকত সেখান থেকে কাছের একটি খালের দিকে।
সুনসান এলাকা দেখে খালের জলে দেহ ভাসিয়ে দেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ নিখোঁজ আদিত্যর খোঁজে নেমে ২ বন্ধুকে গ্রেফতার করে। তারা পুলিশের কাছে স্বীকার করে তারাই হত্যা করেছে। কোথায় লাশ ফেলেছে তারা তাও জানিয়ে দেয়। পুলিশ খালের জলে ডুবুরি নামায়। ডুবুরিরাই জলের তলা থেকে তুলে আনে আদিত্য সোনির দেহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা