পুরো পাড়া গেরুয়া করে দিলেন মন্ত্রী, পুলিশে গেলেন ২ বাসিন্দা
যে পাড়ায় তিনি থাকেন সেই পাড়াটা পুরোটাই গেরুয়া করে দিলেন মন্ত্রী। তাঁর দ্বিতীয় জন্মদিন উপলক্ষে এমন এক কাণ্ড করেন তিনি।
প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ) : তাঁর জন্মদিন এপ্রিলে। কিন্তু ২০১০ সালে একটি বোমা বিস্ফোরণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। সেই থেকে তিনি বছরে ২ বার জন্মদিন পালন করেন। একটি এপ্রিলে, দ্বিতীয়টি জুলাইতে। তাঁর এই জন্মদিন উপলক্ষে তিনি এবার এক অভিনব কাণ্ড ঘটালেন। তিনি যে পাড়ায় থাকেন, সেই পাড়ার সব বাড়ি গেরুয়া রং করে দিলেন। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ২ বাসিন্দা।
উত্তরপ্রদেশের অসামরিক বিমানপরিবহন মন্ত্রী নন্দগোপাল গুপ্তা। তিনি প্রয়াগরাজের বাহাদুরগঞ্জ এলাকার বাসিন্দা। পাড়ার এক একটি বাড়ির বাসিন্দা তাঁদের পছন্দের রং করে রেখেছিলেন বাড়িতে। কিন্তু জুলাইতে তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করতে গিয়ে মন্ত্রী তাঁর দলকে আরও বেশি করে তুলে ধরতে পাড়ির সব বাড়িতে গেরুয়া রং করে দেন। অভিযোগ এজন্য কোনও বাড়ির মালিকের অনুমতিটুকু নেননি তিনি।
মন্ত্রীর এই খেয়াল অবশ্য সকলে মেনে নেননি। ইতিমধ্যেই পাড়ার ২ বাসিন্দা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, এভাবে জোর করে বাড়ি গেরুয়া রং করার বিরুদ্ধে বলতে গেলেও তাঁদের কথায় কান না দিয়েই যাঁরা রং করছিলেন, তাঁরা বাড়ির সামনেটা পুরো গেরুয়া রং দিয়ে ভরিয়ে দিয়ে চলে যান। অন্যদিকে মন্ত্রী নন্দগোপাল গুপ্তার দাবি, এখানে কিছু মানুষ আছেন যাঁরা সৌন্দর্যায়ন ও উন্নয়ন পছন্দ করছেননা। তাঁরাই প্রতিবাদ করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা