প্রকাশিত হল সিবিএসই দশম-এর ফল, শীর্ষে দক্ষিণ
বুধবারই প্রকাশিত হল মাধ্যমিকের ফল। একই দিনে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র ফল।
নয়াদিল্লি : বুধবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। অন্যদিকে যেসব ছাত্রছাত্রী সিবিএসই বোর্ড-এর দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল, তাদের ফলও এদিন বার হল। গত বছরের তুলনায় সামান্য বেড়েছে পাশের হার। এবার ৯১.৪৬ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবার সিবিএসই পরীক্ষায় দক্ষিণের জয়জয়কার।
সিবিএসই দশমে ৯৯.২৮ শতাংশ পাশ করে এক নম্বরে রয়েছে তিরুবনন্তপুরম। ২ নম্বরে চেন্নাই। ৩ নম্বরে বেঙ্গালুরু। ২টি শহরই দক্ষিণ ভারতে অবস্থিত। দিল্লি রয়েছে ১৪ নম্বরে। সবচেয়ে কম পাশের হার গুয়াহাটির। গুয়াহাটিতে এবার পাশের হার ৭৯.১২ শতাংশ। এদিকে বেঙ্গালুরু ৩ নম্বর হওয়ার পর ৪ নম্বরে রয়েছে পুনে। ৫ নম্বরে আজমের।
এবার ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে। ছাত্রীদের সাফল্যের হার ছাত্রদের চেয়ে ৩.১৭ শতাংশ বেশি। এবার তিরুবনন্তপুরম সিবিএসই দশমেই এক নম্বর হল না, তারা গত সোমবার প্রকাশিত দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও ১ নম্বর হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা