বৃদ্ধার মুণ্ড নিয়ে থানায় হাজির এক ব্যক্তি
এক হাতে এক বৃদ্ধার মুণ্ড। আর অন্য হাতে কুড়ুল। এভাবেই পুলিশ স্টেশনে হাজির হল এক ব্যক্তি।
ভুবনেশ্বর : বেশ কিছুদিন ধরেই তার তুতোভাইয়ের শরীর ভাল যাচ্ছিল না। তাই তাঁকে সুস্থ করতে তাঁকে নিয়ে চিকিৎসক নয়, বরং এক ডাকিনীবিদ্যায় পারদর্শী বৃদ্ধার কাছে যায় কার্তিক কেড়েই নামে এক ব্যক্তি। ওই মহিলা কথা দেন যে তিনি তাঁর কালো যাদুর শক্তিতে কার্তিকের তুতোভাইকে সারিয়ে দেবেন। ২ জন তারপর বাড়ি ফিরে আসে। কিন্তু সমস্যা আরও জটিল আকার নেয়।
ক্রমশ অবনতি হতে থাকে তুতোভাইয়ের পরিস্থিতির। চিকিৎসকের চেয়ে কালো যাদুতে বিশ্বাসী পরিবার তবু অপেক্ষায় থাকে যে ওই বৃদ্ধা নিশ্চয়ই সারিয়ে দেবেন। কিন্তু তা বাস্তবে হয়নি। বরং গত বুধবার মৃত্যু হয় ওই যুবকের। তারপরই কার্তিক কেড়েই ওই বৃদ্ধার ওপর চরম রাগে তাঁর কাছে হাজির হয়।
হাতে ছিল কুড়ুল। সেই কুড়ুল দিয়েই ওই বৃদ্ধার মুণ্ড ধর থেকে আলাদা করে দেয় কার্তিক। তারপর একহাতে ৬২-র বৃদ্ধার মুণ্ড ও অন্য হাতে কুড়ুলটি নিয়ে সে সোজা হাজির হয় পুলিশ স্টেশনে। প্রাথমিক চমক কাটিয়ে পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার ছাতারা গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা