তিরুপতি মন্দিরে দর্শন বন্ধ করতে বলল পুলিশ
তিরুপতি মন্দিরে ভক্ত সমাগমের সংখ্যা বাঁধা। এবার দর্শনই বন্ধ করতে বলল পুলিশ।
তিরুপতি : ভেঙ্কটেশ্বর মন্দিরের ১৪০ জন কর্মচারি করোনা আক্রান্ত। ক্রমশ বেড়েছে সংখ্যাটা। কিন্তু তারপরেও আনলক পর্বে খুলে যাওয়া তিরুপতি মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়নি। দরজা খুলেই রেখেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। তিরুমালা পর্বতের ওপর অবস্থিত বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরে এবার ভক্তদের প্রবেশ নিষেধ নিয়ে টিটিডি-কে চিঠি দিল পুলিশ।
তিরুপতি মন্দিরে হুহু করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার দর্শন বন্ধ করার জন্য তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে চিঠি দিয়ে অনুরোধ করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। কদিনের মধ্যেই আলোচনায় বসে এটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি।
পুলিশ অবশ্য দর্শন বন্ধের পাশাপাশি অন্য রাস্তাও খোলা রেখেছে। চিঠিতে পুলিশের তরফে জানানো হয়েছে যদি দর্শন একান্তই বন্ধ করা না যায়, তবে অন্তত কন্টেনমেন্ট জোনের মানুষকে দর্শনে অনুমতি না দেওয়া বা যেসব রাজ্য ভয়ংকরভাবে করোনা সংক্রমণের শিকার সেসব রাজ্যের মানুষকে দর্শনে অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া প্রতি ঘণ্টায় ২৫০ জনের বেশি মানুষকে দর্শনের অনুমতি না দিতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা