National

দেশে একদিনে করোনা সংক্রমণে নতুন রেকর্ড

চিন্তা বেড়েই চলেছে। কারণ করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে গত একদিনে করোনা সংক্রমণ রেকর্ড উচ্চতায়।

নয়াদিল্লি : একদিনে করোনা সংক্রমণ আমেরিকায় গত শনিবার ৭০ হাজার ছুঁয়েছিল। যা নিয়ে বিশ্ব জুড়ে হৈহৈ পড়েছে। ভারতেও কিন্তু লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। গত একদিনে করোনা সংক্রমণ ৩৯ হাজারের দরজায় পৌঁছে গেছে। যা উদ্বেগের বললেও কম বলা হয়। গত একদিনে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০২ জন। যেভাবে ভারতে সংক্রমণ লাফ দিচ্ছে তাতে মাত্র ৩ দিনেই ১ লক্ষ করে বাড়ছে সংক্রমণ। দেশে এখন মোট করোনা সংক্রমিত হয়েছেন ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন।

দৈনিক সংক্রমণ যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন মৃত্যুও হচ্ছে তাল মিলিয়ে। গত একদিনে দেশে ৫৪৩ জন করোনায় মারা গেছেন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮১৬ জন। মহারাষ্ট্র এখনও মৃতের নিরিখে শীর্ষে। ১১ হাজার ৫৯৬ জন মহারাষ্ট্রেই মারা গেছেন। তারপরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিল্লিতে। দিল্লিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৭ জনের।


সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে তখন দেশে অনেকে সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৬৭২ জন। যা কার্যত রেকর্ড। একদিনে এত মানুষ এই প্রথম দেশে সুস্থ হয়ে উঠলেন। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button