জলের তলায় রাজধানী, জলে ভাসছে দেহ
অতি প্রবল বৃষ্টিতে ভেসে গেল রাজধানী দিল্লি। জলের তলায় চলে গেছে প্রায় গোটা শহরটাই। মৃত্যু হয়েছে ১ জনের।
নয়াদিল্লি : করোনার দাপট তো রয়েছেই। তারসঙ্গে মাঝে মধ্যেই ভূমিকম্প। তারমধ্যেই পঙ্গপালের হানা। গ্রীষ্মে অস্বাভাবিক গরমের পর এবার বর্ষায় বৃষ্টির দাপট। রবিবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙে অতি প্রবল বৃষ্টির শব্দে। সেই তোড়ে বৃষ্টির হাত ধরে দ্রুত দিল্লি জুড়ে জল বাড়তে থাকে। ক্রমশ নিচু এলাকাগুলো জলের তলায় চলে যেতে থাকে। আন্ডারপাসে তো বাসের মাথাটুকুই দেখা যাচ্ছে। অনেক গাড়িও জলের তলায় চলে গেছে।
মিন্টো ব্রিজের কাছে এক ব্যক্তির দেহ জলে ভাসতে দেখেন দিল্লির রেল ইয়ার্ডে কর্মরত এক ব্যক্তি। তিনি রেললাইনে কাজ করার সময় ব্রিজের নিচে জলে ভাসতে দেখেন দেহটিকে। সময় নষ্ট না করে তিনি নিজেই নিচে নেমে আসেন। তারপর সাঁতার কেটে পরে দেহটি উদ্ধার করেন। মৃত ব্যক্তি একজন ট্রাক চালক বলে জানতে পারা গেছে।
ওই মিন্টো ব্রিজের তলাতেই জলে আটকে পড়া একটি বাসের যাত্রীদেরও পরে দমকলকর্মীরা এসে উদ্ধার করেন। এদিকে এদিনের বৃষ্টিতে গোটা দিল্লি শহরটাই প্রায় জলের তলায় চলে গেছে। কোথাও বেশি তো কোথাও কম। দিল্লি বলেই নয়, দিল্লির আশপাশের বড় এলাকা জুড়েই এদিন প্রবল বৃষ্টি পরিস্থিতি জটিল করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা