একদিনে ৪০ হাজার পার সংক্রমণ, ২৭ হাজারের ঘরে মৃত্যু
ভারতে একদিনে ফের রেকর্ড সংক্রমণ। মাত্র ২৪ ঘণ্টায় ৪০ হাজার পার করে গেল নতুন সংক্রমণ।
নয়াদিল্লি : ভারতে দৈনিক সংক্রমণ প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে। গত একদিনে তা নয়া রেকর্ড গড়ে ৪০ হাজারও পার করে গেল। গত একদিনে ভারতে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ৪২৫ জন। যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে কখনও দেখা যায়নি। যার হাত ধরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ১১ লক্ষ পার করে গেছে। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন।
সংক্রমণ যেমন গতিতে বাড়ছে মৃত্যুও তেমনই বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮১ জনের। যার হাত ধরে দেশে মোট করোনায় মৃত্যু এদিন ২৭ হাজারি ঘরে ঢুকে পড়ল। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৯৭ জন। গত একদিনে মহারাষ্ট্রই মৃত্যু হয়েছে ২৫৮ জনের। প্রায় ১২ হাজারের দরজায় পৌঁছে গেছে মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা।
দেশে সংক্রমণ ও মৃত্যু যেমন রেকর্ড গড়ছে প্রতিদিন তেমনই আবার সুস্থ হয়ে ওঠাও রেকর্ড গড়ছে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৬৬৪ জন। যার হাত ধরে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৭ লক্ষের ঘরে প্রবেশ করল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৭ লক্ষ ৮৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা