একদিনে সংক্রমণ কিছুটা কমল, ২৮ হাজার পার করল মৃত্যু
গত একদিনে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমল। অন্যদিকে মৃত্যু এদিন পার করে গেল ২৮ হাজারি গণ্ডি।
নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমল। প্রতিদিনই করোনা সংক্রমণ নয়া রেকর্ড গড়ছিল। গত কয়েকদিনে তা রীতিমত আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছিল। যা আপাতত গত একদিনে সামান্য হলেও কমল। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১৪৮ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১ জনে। তবে দেশে অ্যাকটিভ রোগী এদিন ৪ লক্ষ পার করেছে। এখন দেশে অ্যাকটিভ করোনা রোগী ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন।
দেশে গত একদিনে যেমন করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে, তেমনই কিছুটা কমেছে বাড়তে থাকা দৈনিক মৃত্যু। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। যার হাত ধরে এদিন অবশ্য ২৮ হাজারি ঘরে ঢুকে পড়েছে ভারতে করোনায় মৃতের সংখ্যা। ভারতে এখন করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৮৪ জনের।
করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। দেশে গত একদিনে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও রেকর্ড গড়েছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৪৯১ জন। যার হাত ধরে দেশে এখন মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা