National

দেশে সংক্রমণ বাড়ছে, তারমধ্যেই রেকর্ড সুস্থতা

দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। তারমধ্যেই রেকর্ড সংখ্যক সুস্থতা নজর কাড়ল।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ দৈনিক ৩৭ হাজারি ঘরেই ঘোরাফেরা করছে। গত একদিনেও দেশে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। যার হাত ধরে দ্রুত দেশে মোট সংক্রমণ এবার পৌঁছে গেল ১২ লক্ষের কাছে। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন।

দেশে যখন সংক্রমণ বেড়েই চলেছে তখন মৃত্যুও কিন্তু বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৮ হাজার ৭৩২ জনে। যারমধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১২ হাজার ২৭৬ জনের। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে নবম রাজ্য হিসাবে রয়েছে পশ্চিমবঙ্গ।


সংক্রমণ ও মৃত্যু যখন প্রতিদিনই বেড়ে চলেছে তখন দৈনিক সুস্থতাও কিন্তু যথেষ্ট বাড়ছে। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনামুক্ত হয়েছেন। গত একদিনে দেশে ২৮ হাজার ৪৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button