৪০ কেজি রুপোর ইটে হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
৪০ কেজি রুপোর একটি ইট। এটাই হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর।
অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হচ্ছে অগাস্ট থেকে। মন্দিরের ভূমি পুজো হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। পুরো মন্দির নির্মাণ করতে সময় লাগবে প্রায় সাড়ে ৩ বছর। পুরনো নকশায় কিছুটা বদলও করেছেন মন্দিরের স্থপতিরা। রাম মন্দিরের ভূমি পুজো হওয়ার কথা ৫ অগাস্ট। তারপরই কাজ শুরু হয়ে যাবে। তার আগে অবশ্য রাম মন্দিরের ভূমি পুজো সাড়ম্বরে অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভূমি পুজো উপলক্ষে আয়োজনে খামতি না থাকলেও জনসমাগমে লাগাম থাকছে। ভূমি পুজো হবে ৫ অগাস্ট। তার আগে ৩ অগাস্ট থেকে শুরু হবে বৈদিক আচার। সেই আচার চলবে ৩ দিন। ভূমি পুজোর পর মন্দিরের ভিত্তিপ্রস্তর হিসাবে প্রথম ইট বসানো হবে। সেই ইট হবে ৪০ কেজি ওজনের রুপোর ইট। তার আগে অবশ্য ৩ অগাস্ট ‘গৌরি গণেশ’-এর পুজো দিয়ে শুরু হবে ভূমি পুজোর আয়োজনের।
৩ অগাস্ট হবে গৌরি গণেশ পুজো। ৪ অগাস্ট হবে ‘রামার্চা’। ৫ অগাস্ট হবে ‘রামনাম’। সবটাই হবে অখণ্ড। পুরো ভূমি পুজোই লাইভ টেলিকাস্ট করা হবে। যাতে ভক্তরা তাঁদের বাড়িতে বসেই পুজো দেখতে পারেন। করোনার জন্য জনসমাগমে লাগাম থাকছে। ৫০ জনের বেশি ভূমি পুজোয় অংশ নিতে পারছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা