লাইভে বাবাকে জানিয়ে নিজেকে শেষ করলেন ছেলে
সোশ্যাল মিডিয়ার লাইভে নিজের আত্মহননের কথা বাবাকে জানিয়ে লাইভে থেকেই আত্মঘাতী হলেন এক ব্যক্তি।
চেন্নাই : ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। তিনি যে মৃত তা অনেকেই জানতেন। কারণ ফেসবুক লাইভে থেকে তিনি আত্মঘাতী হন। মৃত্যুর আগে ফেসবুক লাইভেই বাবাকে তাঁর পদক্ষেপ সম্বন্ধে জানান তিনি। বাবার কাছে অনুরোধ করেন তাঁর ছেলেকে যেন তিনি দেখেন। তারপর লাইভে থেকেই আত্মহনন করেন। তিনি কী করতে চলেছেন তা তাঁর বন্ধুরাও জানতে পারেন ফেসবুকে।
বন্ধুরা বিষয়টি আন্দাজ করতে পেরে পেশায় গাড়ির চালক ওই ৩৭ বছরের ব্যক্তির স্ত্রীকে জানান। স্ত্রী ছিলেন কাজে। তিনি সেখান থেকে বাড়ির মালিককে ফোন করেন। তিনি দ্রুত ছুটে যান। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পুলিশ পরে দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। তিনি এই পৃথিবীতে আর থাকতে রাজি নন।
মৃতের স্ত্রী জানিয়েছেন ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। তিনি এর আগেও আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার তিনি মৃত্যুর আগেও মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপুর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা