একদিনে ৫০ হাজারের দরজায় সংক্রমণ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার
দেশে একদিনে প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই সংক্রমিতের সংখ্যা। যা এখনও পর্যন্ত রেকর্ড।
নয়াদিল্লি : দেশে একদিনে সংক্রমণ কার্যত অস্বাভাবিক হারে বাড়ছে। একটা করে দিন যাচ্ছে আর নতুন দিন এক নতুন এবং উদ্বেগের সংখ্যা নিয়ে হাজির হচ্ছে ভারতবাসীর সামনে। গত একদিনে দেশে ৫০ হাজারের দরজায় পৌঁছে গেছে সংক্রমণ। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন। যার হাত ধরে মোট সংক্রমণ পৌঁছে গেছে ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫ জনে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ভয়ংকর চেহারা নিয়েছে।
সংক্রমণ যখন চিন্তার ভাঁজ পুরু করছে তখন ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে দেশে ৭৪০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে ভারত এদিন টপকে গেছে ৩০ হাজারের গণ্ডি। দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৬০১ জন। গত একদিনে দেশে কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২৯৮ জনের।
দেশে যখন সংক্রমণের সংখ্যা ও মৃত্যু মানুষের চিন্তা গভীর করছে তখন গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও তাক লাগিয়ে দিয়েছে। গত একদিনে ৩৪ হাজার ৬০২ জন করোনা সারিয়ে বাড়ি ফিরেছেন। যা একদিনে সুস্থ হয়ে ওঠার নিরিখে দেশে রেকর্ড। দেশে এখন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন। সুস্থতার হার ৬৩ শতাংশের ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা