National

পিএইচডি করেও আনাজ বেচছেন মহিলা, অনর্গল ইংরাজিতে কথা

পিএইচডি রয়েছে তাঁর। তা সত্ত্বেও জীবনধারণের জন্য তাঁকে বেচতে হচ্ছে আনাজ। প্রয়োজনে অনর্গল ইংরাজিতে কথাও বলছেন।

ইন্দোর : তাঁর যে এত গুণ তা প্রকাশ্যে আসে একটা ঝগড়া দিয়ে। পুরসভার কর্মীরা তাঁর আনাজের ঠেলা সরাতে এলে তাঁদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রাইসা আনসারি। ইংরাজি ভাষায় যে একজন আনাজ বিক্রেতা মহিলা এভাবে অনর্গল কথা বলে যেতে পারেন তা দেখে সকলেই চমকিত হন। তাঁকে এরপর জিজ্ঞাসা করায় তিনি জানান দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি হোল্ডার। তাঁর সেই কথোপকথনের ভিডিও ইন্টারনেটে হৈহৈ ফেলে দিয়েছে।

পকেটে পিএইচডি নিয়ে শেষ পর্যন্ত আনাজ বেচছেন রাস্তায়! খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অন্য কিছুই কাজ কী জোটেনি! ওই মহিলার দাবি, তাঁর বাবাও আনাজ বেচতেন। সেই সূত্রেই তিনিও এখন আনাজ বিক্রেতা। আর বেসরকারি চাকরিকে তিনি চাকরি বলে মনেই করেন না। তাই সে রাস্তায় হাঁটেননি।


একজন রিসার্চ স্কলার হয়ে তাবলে আনাজ বেচাই হল ভবিতব্য? এটা কার ব্যর্থতা? ওই মহিলার, নাকি সমাজের? সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ওই মহিলার ইংরাজি বলার ভিডিও এখন রীতিমত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের রাস্তায় আনাজ বেচেন রাইসা আনসারি।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button