National

এই প্রথম করোনা আক্রান্ত দেশের কোনও মুখ্যমন্ত্রী

মন্ত্রী, বিধায়কদের করোনা সংক্রমণের কথা সামনে এলেও এতদিন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণের শিকার হননি। এবার সেটাও হল।

ভোপাল : করোনা সংক্রমণের শিকার হয়েছেন মন্ত্রী, বিধায়ক, আমলা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং এমন উচ্চপদস্থ অনেকে। কিন্তু কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হলেন এই প্রথম। করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর তাঁর করোনা সংক্রমিত হওয়ার খবর সকলকে জানিয়েছেন তিনি নিজেই। সোশ্যাল সাইটে এই খবর সকলকে জানিয়েছেন তিনি।

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর উপসর্গ ছিল। তাই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। তাতে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর সঙ্গে থাকা মানুষজনকে অবিলম্বে কোয়ারেন্টিনে যেতে বলেছেন শিবরাজ সিং চৌহান।


তিনি সকলকে সতর্ক করে জানিয়েছেন একটা ভুল কিন্তু করোনা ডেকে আনতে পারে। তিনি নিজে সবরকম চেষ্টা করেছেন যাতে করোনা তাঁকে না গ্রাস করতে পারে। কিন্তু মানুষজন নানা সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। আপাতত তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button