National

দিওয়ালীর আগেই ৩ দিনের দিওয়ালী অযোধ্যায়

দিওয়ালী এখনও অনেক দেরি। কিন্তু তার আগেই এক অকাল দিওয়ালীর জন্য তৈরি অযোধ্যা।

অযোধ্যা : আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ‘ভূমি পুজো’। তার আগে ৩ অগাস্ট থেকেই শুরু হয়ে যাবে ভূমি পুজোর আগে বৈদিক আচার। ৩ অগাস্ট হবে ‘গৌরি গণেশ পুজো’। ৪ অগাস্ট হবে ‘রামার্চা’। ৫ অগাস্ট হবে ‘রামনাম’। সবটাই হবে অখণ্ড। পুরো ভূমি পুজোই লাইভ টেলিকাস্ট করা হবে যাতে ভক্তরা তাঁদের বাড়িতে বসেই পুজো দেখতে পারেন। করোনার জন্য জনসমাগমে লাগাম থাকছে। ৫০ জনের বেশি ভূমি পুজোয় অংশ নিতে পারছেন না। মানুষের উপস্থিতিতে লাগাম থাকলেও আড়ম্বরে খামতি থাকছে না অযোধ্যায়।

শনিবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর বন্দোবস্ত দেখতে হাজির হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, অযোধ্যায় ৩ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত শহর জুড়ে ‘দীপোৎসব’ হবে। মন্দির তো বটেই, অযোধ্যার সব বাড়িতেই জ্বলবে দিয়া বা প্রদীপ। গোটা শহর প্রদীপের আলোয় ভরে উঠবে। যেমনটা দেখা যায় দিওয়ালীতে। ২০১৭ সাল থেকেই উত্তরপ্রদেশে দিওয়ালীতে ‘দীপোৎসব’ শুরু হয়েছে। শহর কনের সাজে সেজে ওঠে প্রদীপের আলোয়।


প্রদীপ জ্বালানো ছাড়াও বিশেষ জোর দেওয়া হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতায়। অযোধ্যা শহরকে সাফ ও সুন্দর করে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী একথা জানানোর পরই ৩ থেকে ৫ অগাস্টের তোরজোড় আরও গতি পেয়েছে। ৩ দিন ধরে সরযূ নদীর ধারেও জ্বলবে দিয়া। শুধু সরযূর ধারেই ১১ হাজার দিয়া জ্বালানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button