ঝোপের মধ্যে মিলল হাসপাতাল পালানো করোনা রোগীর দেহ
ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক করোনা রোগীর দেহ। আগের দিনই হাসপাতাল থেকে পালান ওই ব্যক্তি।
প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ) : হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক করোনা রোগীর দেহ পরদিন মিলল কাছের একটি ঝোপের মধ্যে। ঝোপঝাড় জঙ্গল মত জায়গায় পড়ে ছিল দেহটি। দেখতে পেয়ে দেহটি উদ্ধার করা হয়। গত রবিবার ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তি গত শনিবার হাসপাতাল থেকে পালান। তাঁর সেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাওয়ার ছবিও সিসিটিভিতে ধরা পড়ে।
ওই ব্যক্তির বাড়ির লোকদের অভিযোগ হাসপাতালের দুর্ব্যবহারের কারণেই তিনি হাসপাতাল থেকে পালাতে বাধ্য হন। গত শুক্রবার ওই ব্যক্তিকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি বাড়িতে ফোন করে জানান তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু হাসপাতালের কেউ তাঁর কথাকে গুরুত্ব দিচ্ছেন না। সাহায্য করছেননা। তারপরই বিকেলে দেখা যায় তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।
পরিবারের দাবি হাসপাতাল থেকে একজন রোগী বেরিয়ে গেলেও দেখার কেউ ছিলনা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা দাবি যখন বোঝা গেছে ওই ব্যক্তি হাসপাতাল থেকে বার হচ্ছেন তখনই চেষ্টা হয় তাঁকে আটকানোর কিন্তু তাঁকে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা