রাম মন্দিরের ২ হাজার ফুট নিচে থাকবে টাইম ক্যাপসুল
একটি টাইম ক্যাপসুল রাখা থাকবে রাম মন্দিরের তলায়। মন্দিরের ২ হাজার ফুট তলায় রাখা থাকবে সেটি।
অযোধ্যা : অযোধ্যায় তৈরি হতে চলা রাম মন্দিরের ইতিহাসকে নিয়ে আর কোনও বিতর্কের অবকাশ রাখতে চাইছে না শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাই এর ইতিহাস সম্বলিত তথ্যাদি দিয়ে বিস্তারে পুরো ইতিহাস এবার সযত্নে রাখা থাকবে রাম মন্দিরের মাটির তলায়। মন্দিরের তলায় ২ হাজার ফুট নিচে রাখা থাকবে এই টাইম ক্যাপসুল। আগামী দিনে যদি কেউ রাম মন্দির নিয়ে আরও বিস্তারে জানতে চান তাঁকে এই টাইম ক্যাপসুল সাহায্য করবে।
অযোধ্যার রাম মন্দির-এর দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর সদস্য কামেশ্বর চৌপাল একটি বিষয় স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, আর কোনও বিতর্ক না রেখে রাম মন্দিরের বিস্তারিত ইতিহাস রাখা থাকছে এই টাইম ক্যাপসুলে। মাটির তলায় একটি ধাতব পাত্রে রাখা থাকবে সব তথ্যাদি। ওটাই হবে টাইম ক্যাপসুল।
আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সেজন্য অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই সাজোসাজো রব। ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকছেন অযোধ্যায়। ভূমি পুজো-র পর ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর হাত দিয়েই হবে। ৪০ কেজি রূপোর ইট ভিত্তিপ্রস্তর হিসাবে স্থাপন করা হবে। তারপর শুরু হবে রাম মন্দির তৈরির কাজ। যা শেষ হতে ৩ থেকে সাড়ে ৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন এর স্থপতিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা