মুখ্যমন্ত্রী হয়েও নিজের জামাকাপড় নিজেই কাচছেন, তারিফ নেটমহলে
মুখ্যমন্ত্রী হয়েও নিজের জামাকাপড় নিজেই কাচছেন, এটা গোটা দেশের মানুষকে অবাক করেছে। অনেকেই এর তারিফ করেছেন।
ভোপাল : দেশের মন্ত্রী, বিধায়ক, নেতাদের অনেকেই বিভিন্ন সময়ে করোনার কবলে পড়েছেন। তবে কোনও মুখ্যমন্ত্রী পড়েননি। পড়লেন প্রথম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকেই মন্ত্রী ও রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি। আর সেখানেই তিনি জানান হাসপাতালে নিজের কাপড়জামা তিনি নিজেই কাচছেন।
শিবরাজ জানান, কোনও করোনা রোগীর জামাকাপড় অন্য কারও কাচার কথা নয়। তাই তিনি নিজেই নিজের জামাকাপড় কাচছেন। তিনি এও জানিয়েছেন এই জামাকাপড় কাচতে গিয়ে উপকৃতও হয়েছেন তিনি। তাঁর মাথার একটি অপারেশনের পর তিনি হাত মুঠো করার ক্ষমতা হারিয়েছিলেন। ফিজিওথেরাপি করেও কাজ হয়নি। কিন্তু কাপড় কাচতে গিয়ে তাঁর হাত মুঠো করার ক্ষমতা বেড়ে গেছে।
গত শনিবার করোনায় আক্রান্ত হন শিবরাজ সিং চৌহান। ওইদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬১ বছরের শিবরাজ সিং চৌহানের চিকিৎসা চলছে ভোপালের চিরায়ু হাসপাতালে। সেখান থেকেই সরকারি কাজ চালাচ্ছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা