মাকে গণধর্ষণ ও তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পর থেকেই লুকিয়ে বেড়াচ্ছিল সমাজবাদী পার্টি নেতা গায়ত্রী প্রজাপতি। এক মাস এভাবে লুকিয়ে বেড়ানোর পর অবশেষে তাকে লখনউয়ের হজরতগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ। গণধর্ষণের ঘটনার তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছিল। তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছিল। খোদ সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তার খোঁজ পেতে তার ৩ সাগরেদ ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর লখনউতে ঢুকতেই তাকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর গায়ত্রীর দাবি, তাকে ফাঁসানো হয়েছে। সত্য মিথ্যা পরিস্কার করতে গায়ত্রী নারকো টেস্টে বসতেও রাজি।
উত্তরপ্রদেশ রাজনীতিতে গায়ত্রী প্রজাপতি পরিচিত মুখ। ৪৯ বছরের গায়ত্রী মুলায়ম সিং যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবারের বিধানসভা নির্বাচনেও আমেঠি থেকে সপা প্রার্থী ছিল গায়ত্রী। কিন্তু হেরে যায়। অনেকের অভিযোগ আমেঠিতেই ভোটের আগে গায়ত্রী প্রজাপতিকে একাধিকবার ঘুরতে দেখা গেছে। এদিকে গায়ত্রী প্রজাপতি সহ গণধর্ষণের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। বাকি ৫ জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। বাকি ছিল গায়ত্রী, তাকেও অবশেষে গ্রেফতার করল পুলিশ।