দেশে সংক্রমণ ১৫ লক্ষের কাছে, মৃত্যু ৩৩ হাজার পার
দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রায় ১৫ লক্ষের কাছে পৌঁছেছে সংক্রমণ। মৃত্যুও বাড়ছে।
নয়াদিল্লি : দেশে সংক্রমণ ৫০ হাজারের দরজায় পৌঁছেও গত একদিনের নিরিখে কিছুটা পিছু হঠল। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭০৩ জন। যার হাত ধরে দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮ জন।
দেশে সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যু। দেশে গত একদিনে করোনায় মারা গেছেন ৬৫৪ জন। যার হাত ধরে ৩৩ হাজার পার করেছে মৃতের সংখ্যা। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৪২৫ জন। যার মধ্যে এখনও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি চোখে পড়ার মত বাড়ছে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩৫ হাজার ১৭৫ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা