‘ভূমি পুজো’-র দিন নবরত্ন সাজে সাজবেন রাম-লক্ষ্মণ
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো-র দিন নবরত্ন সাজে সেজে উঠবেন রাম-লক্ষ্মণ।
অযোধ্যা : আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সেজন্য অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই সাজসাজ রব। ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন অযোধ্যায়। ভূমি পুজো-র পর ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর হাত দিয়েই হবে। ৪০ কেজি রুপোর ইট ভিত্তিপ্রস্তর হিসাবে স্থাপন করা হবে। তারপর শুরু হবে রাম মন্দির তৈরির কাজ। যা শেষ হতে ৩ থেকে সাড়ে ৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন এর স্থপতিরা। ওইদিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে একদম অন্য সাজে।
৫ অগাস্ট ভূমি পুজোর দিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে রাজবেশে। নবরত্ন সাজে। পোশাক হবে ভেলভেটের। যার ওপর থাকবে বিশেষ সুতোর কাজ। আর তার ওপর খচিত থাকবে নানা মণিমুক্তো। জামার রং হবে সবুজ। সবুজের ওপর লাল ও হলুদ বর্ডার দেওয়া থাকবে পোশাকে। পোশাক হচ্ছে অত্যন্ত দামি।
আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ‘ভূমি পুজো’। ৩ অগাস্ট থেকেই শুরু হয়ে যাবে ভূমি পুজোর আগে বৈদিক আচার। ৩ অগাস্ট হবে ‘গৌরি গণেশ পুজো’। ৪ অগাস্ট হবে ‘রামার্চা’। ৫ অগাস্ট হবে ‘রামনাম’। সবটাই হবে অখণ্ড। পুরো ভূমি পুজোই লাইভ টেলিকাস্ট করা হবে। যাতে ভক্তরা তাঁদের বাড়িতে বসেই পুজো দেখতে পারেন। করোনার জন্য জনসমাগমে লাগাম থাকছে। ৫০ জনের বেশি ভূমি পুজোয় অংশ নিতে পারছেন না। মানুষের উপস্থিতিতে লাগাম থাকলেও আড়ম্বরে খামতি থাকছে না অযোধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা