National

বংশ পরম্পরায় ভগবান রামের পোশাক বানাচ্ছেন, ডাক পড়ল সেই দর্জির

বংশ পরম্পরায় তাঁরাই ভগবান রামের পোশাক সেলাই করে আসছেন। সেই দর্জির ডাক পড়ল ভূমি পুজোর আগে।

অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় সাজছে গোটা অযোধ্যা। দীপোৎসব হবে ৩ দিন ধরে। গোটা অযোধ্যা সেজে উঠবে প্রদীপের আলোয়। ভূমি পুজোতেও আড়ম্বরের কোনও খামতি থাকছে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টির দিকে প্রখর নজর রাখছেন। এত আয়োজন যাঁকে কেন্দ্র করে সেই ভগবান রামও ওইদিন সেজে উঠবেন একদম অনন্য সাজে। আর সেই সাজের জন্য ডাক পড়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভগবান রামের পোশাক বানিয়ে আসা দর্জি ভগবত প্রসাদের।

৫ অগাস্ট ভূমি পুজোর দিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে রাজবেশে। নবরত্ন সাজে। পোশাক হবে ভেলভেটের। যার ওপর থাকবে বিশেষ সুতোর কাজ। আর তার ওপর খচিত থাকবে নানা মণিমুক্তো। জামার রং হবে সবুজ। সবুজের ওপর লাল ও হলুদ বর্ডার দেওয়া থাকবে পোশাকে। বহুমূল্য পোশাকে সেজে উঠবেন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজি।


ভগবত প্রসাদ জানিয়েছেন তাঁর জন্মের অনেক আগে থেকেই তাঁর পরিবার ভগবান রামের পোশাক তৈরি করে। ভগবান রাম কবে কোন রঙের পোশাক পরবেন তাও কিন্তু স্থির রয়েছে। সোমবার রামের পরনে থাকে সাদা পোশাক। মঙ্গলবার থাকে লাল। বুধবার সবুজ। হলুদ বৃহস্পতিবার। শুক্রবার পোশাকের রং হয় ক্রিম। শনিবার হয় নীল পোশাক। আর রবিবার পোশাকের রং হয় গোলাপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button