মৃতের সংখ্যা ৩৪ হাজার পার, সংক্রমণ পার ১৫ লক্ষ
দেশে মৃতের সংখ্যা ৩৪ হাজার পার করে গেল। সংক্রমণও ঘোরাফেরা করছে সেই ৫০ হাজারের কাছাকাছি।
নয়াদিল্লি : দেশে সংক্রমণ বাড়ছে। এখন মোটামুটি দৈনিক সংক্রমণ ৫০ হাজার পার না করলেও তারই আশপাশে ঘোরাফেরা করছে। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। যার হাত ধরে দেশে সংক্রমণ এদিন ১৫ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৪৪৭ জন।
সংক্রমণ যখন বাড়ছে তখন মৃত্যুও বেড়েই চলেছে। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার পার করে গেল। গত একদিনে ৭৬৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ৩৪ হাজার ১৯৩ জনে। মহারাষ্ট্র এখনও মৃত্যু ও সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে।
সংক্রমণ ও মৃত্যু যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন বহু মানুষ করোনা সারিয়ে প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ২৮৬ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৯ লক্ষ ৮৮ হাজার ২৯ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা