ভূমি পুজোয় জঙ্গি হানার আশঙ্কা, নিরাপত্তার মোড়কে অযোধ্যা
রাম মন্দিরের ভূমি পুজো-র দিন অযোধ্যায় জঙ্গি হানার সম্ভাবনা রয়েছে। এই সতর্কতা পাওয়ার পরই গোটা অযোধ্যাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল উত্তরপ্রদেশ সরকার।
অযোধ্যা : আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও থাকার কথা বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও বেশ কয়েকজন ভিভিআইপি-র। সেই ভূমি পুজোর অনুষ্ঠানকে পণ্ড করতে অযোধ্যায় জঙ্গি হানা হতে পারে বলে উত্তরপ্রদেশ সরকারকে সতর্ক করেছে ভারতের গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা বিভাগের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের আইএসআই-এর মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের তরফে এই হামলা হতে পারে। আইএসআই একাজের জন্য লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ-এর মত সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে নির্দেশও পাঠিয়েছে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। ভিড়ে হানা দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এই কাজ সারতে ছোট ছোট দলে ভারতে প্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীরা। তারপর অযোধ্যায় পৌঁছনোর চেষ্টা করতে পারে। গোয়েন্দা বিভাগের সতর্কতা পাওয়ার পরই অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছে। এতদিন যেখানে অযোধ্যাকে সাজিয়ে তোলার তোড়জোড়ে জোর ছিল, এবার সেখানে যুক্ত হল ভূমি পুজো পর্যন্ত যাতে সব নির্বিঘ্নে হতে পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা বলয়কে ঢেলে সাজানো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা