আনলক ৩-এ আরও ছাড়, রাতে বার হওয়ায় অসুবিধা নেই
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার ছাড় দিল আরও। আনলক ৩ পর্যায়ে ছাড় মিলেছে আরও বেশ কিছু ক্ষেত্রে।
নয়াদিল্লি : এখন চলছে আনলক পর্ব। যদিও দেশে করোনা উদ্বেগ কম নয়। দৈনিক সংক্রমণ পৌঁছে গেছে ৫০ হাজারের কাছে। তবে সরকার এখন আনলক পর্বে দেশকে আরও স্বাভাবিক ও সচল রাখায় জোর দিতেই আগ্রহী। ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে আনলক ৩ পর্ব। আনলক ৩ পর্বে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা আনলক ৩ পর্বের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল।
কেন্দ্র জানিয়ে দিয়েছে আনলক ৩ পর্বে রাতে রাস্তায় বার হওয়ার ওপর বিধিনিষেধ রাখা হচ্ছেনা। ৫ অগাস্ট থেকে খুলে যাচ্ছে যোগা সেন্টার, জিম। বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক বিমানেও সামান্য ছাড় বাড়ানো হয়েছে। ধীরে ধীরে আরও ছাড় মিলবে। বিভিন্ন রাজ্যের মধ্যে সাধারণ মানুষ ও জিনিসপত্রের চলাচলে কোনও বাধা থাকছে না। তবে কন্টেনমেন্ট জোনে লকডাউনের কড়াকড়ি থাকছে। সেখানে ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
আনলক পর্বেও যেগুলি খোলায় ছাড় মিলল না সেগুলির মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, বার, অডিটোরিয়াম, থিয়েটার ও অ্যাসেম্বলি হল। স্বাধীনতা দিবসের দিন কার্যত ঘরেই অনুষ্ঠান হতে পারে। তবে সেখানে সামাজিক দূরত্ববিধি মানতে হবে। মানতে হবে অন্য স্বাস্থ্য সম্বন্ধীয় প্রোটোকল। এছাড়া ৬৫ বছরের ওপরের বয়সের বৃদ্ধ, ১০ বছরের কম বয়সী ছেলেমেয়ে, যাঁদের বড় ধরনের অসুখ রয়েছে বা গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে চিকিৎসাজনিত কারণ ছাড়া বাইরে বার হতে মানা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা