দেশে একদিনে রেকর্ড সংক্রমণ, পার করল ৫০ হাজারি গণ্ডি
মাত্র ১ দিনে দেশে রেকর্ড সংক্রমণ দেখলেন দেশবাসী। গত একদিনে দেশে রেকর্ড সংক্রমণ হয়েছে।
নয়াদিল্লি : দেশে এই প্রথম একদিনে করোনা সংক্রমণ পার করল ৫০ হাজারের গণ্ডি। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১২৩ জন। যা রেকর্ড। ফলে দেশে সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জনে। একদিনে এমন রেকর্ড সংক্রমণ কিন্তু দেশে করোনা সংক্রমণের বাস্তব চিত্রকে আরও ভয়ংকর করে তুলল।
দেশে যখন সংক্রমণ লাফিয়ে রেকর্ড গড়ল তখন গত একদিনে দেশে করোনায় মৃত্যুও হল ৭৭৫ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে পৌঁছে গেল ৩৫ হাজারের দরজায়। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৬৮ জন। এদিকে সংক্রমিতের হিসাবে গুজরাট, তেলেঙ্গানাকে পিছনে ফেলে ৭ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।
দেশে যখন সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন অনেকে সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৫৫৩ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার হাত ধরে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ১০ লক্ষ পার করল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা