ভূমি পুজোর আগে অযোধ্যায় পুরোহিতের করোনা, আক্রান্ত ১৬ পুলিশকর্মীও
অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের পুরোহিতের করোনা পজিটিভ এল। তিনি নিজেই সেকথা জানিয়েছেন।
অযোধ্যা : অযোধ্যায় এখন সাজসাজ রব। চুটিয়ে চলছে ভূমি পুজোর প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন উপস্থিত থাকছেন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে। তার ঠিক আগেই এল করোনার সংক্রমণের খবর। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী পুরোহিত আচার্য প্রদীপ দাস করোনা আক্রান্ত। তিনি নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
গত শনিবারই অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমি পুজোর প্রস্তুতি দেখতে হাজির হন তিনি। সেখানে তোলা ভিডিও ও ছবি আরও উদ্বেগ বাড়িয়েছে। কারণ ছবিতে দেখা গেছে করোনা আক্রান্ত পুরোহিত দাঁড়িয়েছিলেন ঠিক যোগী আদিত্যনাথের পাশেই। আবার মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকেও দেখা গেছে ওই করোনা আক্রান্ত পুরোহিতের পাশে দাঁড়িয়ে থাকতে।
উদ্বেগ আরও বাড়িয়েছে অযোধ্যায় সুরক্ষায় নিযুক্ত ১৬ জন পুলিশকর্মীর দেহে করোনা সংক্রমণ। ১৬ জন পুলিশকর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। তবে এজন্য ভূমি পুজোর দিনক্ষণে কোনও প্রভাব পড়ছে না। তা সঠিক দিনে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ছাড়াও ভূমি পুজোয় ২০০ জন অতিথির অংশ নেওয়ার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা