রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির ঘনিষ্ঠ সম্পর্ককে ফলাও করে প্রচার করার চেষ্টা হচ্ছে সিনেমায়। এটা তারা কোনওভাবেই মেনে নেবেনা। এই অভিযোগে জয়পুরে সঞ্জয় লীলা বনশালির নির্মীয়মাণ সিনেমা পদ্মাবতী-র সেটে হামলা চালিয়েছিলেন বেশ কয়েকজন। নিগৃহীত হতে হয় খোদ বনশালিকে। সেই ঘটনার পর পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরের মাসাই মালভূমিতে একটি বিশাল সেট তৈরি করেন সঞ্জয়। সেখানেই চলছিল দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর অভিনীত ছবির শ্যুটিং। অভিযোগ গত মঙ্গলবার গভীর রাতে সেই সেটে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। জয়পুরের ঘটনার পর এই সেটে ছিল যথেষ্ট নিরাপত্তা বন্দোবস্ত। কিন্তু পেট্রোল বোমা, লাঠি, পাথর হাতে উন্মত্ত দুষ্কৃতীদের সামনে সেই সুরক্ষা বলয়ও কাজে আসেনি। সুরক্ষা কর্মীদের মারধর করে সেটে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। শুরু হয় ভাঙচুর। তছনছ করে দেওয়া হয় সাজানো সেট। এরপর আগুনও ধরিয়ে দেওয়া হয়।
আগুনে সিনেমার প্রয়োজনে তৈরি প্রচুর পোশাক পুড়ে নষ্ট হয়ে গেছে। পুড়ে গেছে সেটের বড় অংশ। ঐতিহাসিক পটভূমিতে সিনেমা। ফলে সেটে অনেক পশু এনে রাখা হয়েছিল। আগুনে বেশ কয়েকটি ঘোড়া আহত হয়েছে। পশুদের জন্য আনা খাবার সম্পূর্ণ পুড়ে গেছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় লীলা বনশালি। রক্ষে একটাই। যখন ঘটনা ঘটে তখন সেটে সিনেমার কলাকুশলী বা অন্য কেউ উপস্থিত ছিলেন না। ছিলেন শুধু সুরক্ষাকর্মীরা। তবে কলাকুশলীরা রেহাই পেলেও তাঁদের গাড়িগুলি দুষ্কৃতীদের রোষের হাত থেকে রেহাই পায়নি।