সব নদী ফুঁসছে, বানভাসি ১২ জেলা, বন্যার্ত ৩৮ লক্ষ মানুষ
প্রায় সব নদীর জলই ফুঁসছে। ফলে বানভাসি ১২টি জেলা। লক্ষ লক্ষ মানুষ পরিবার নিয়ে আতান্তরে পড়েছেন।
পাটনা : করোনা আবহ ভয়ংকর। কিন্তু সেসব কার্যত এখন লাটে উঠেছে ১২টি জেলার ৩৮ লক্ষের ওপর মানুষের। বিহারের ১২টি জেলা কার্যত জলের তলায় চলে গেছে। জলের তোড়ে ভেঙে গেছে বহু ঘরবাড়ি। গ্রামের পর গ্রাম হারিয়ে গেছে জলের নিচে। জল কিন্তু কমার নাম নিচ্ছে না। বরং যা পরিস্থিতি তাতে বিভিন্ন ব্যারাজ থেকে এই পরিস্থিতিতেও জল ছাড়তে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। ফলে অবস্থা আরও খারাপ চেহারা নিচ্ছে।
বিহারের কোশী ও গণ্ডক নদীর জল এতটাই ভয়ংকর হয়ে উঠেছে যে অনেকগুলি ব্যারাজ থেকেই জল ছাড়তে হচ্ছে। সর্বত্রই নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে এই ২টি নদী বলেই নয়, গঙ্গা, বাগমতী, মহানন্দা, বুঢ়ী গণ্ডক, কমলা বালান সহ সব নদীর জলই বিভিন্ন এলাকায় বিপদসীমার ওপর দিয়েই বইছে।
বিহারের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ইতিমধ্যেই ১১ জন মানুষ বন্যায় প্রাণ হারিয়েছেন। ৩৮ লক্ষের ওপর মানুষ বন্যার্ত। সরকারের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ উদ্ধারে নেমেছে। বন্যার বাড়তে থাকা জলে আটকে পড়া প্রায় ৩ লক্ষ মানুষকে এখনও পর্যন্ত উদ্ধার করেছেন এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা। গ্রাম সব জলের তলায় চলে যাওয়ায় যেখানে যেখানে পাকা উঁচু বাড়ি রয়েছে, সেখানে বাড়িগুলির ছাদে আশ্রয় নিয়েছেন স্থানীয় মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা