আরও ১ মাস বাতিল আন্তর্জাতিক বিমান পরিষেবা
আরও ১ মাসের জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখল কেন্দ্র। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
নয়াদিল্লি : আন্তর্জাতিক বিমান ওঠানামা কবে সচল হবে? এ প্রশ্ন অনেকেরই। আনলক ৩ পর্ব শুরু হচ্ছে ১ অগাস্ট থেকে। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবায় আপাতত সচল থাকবে বন্দে ভারত পরিষেবা। বাকিটা সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার কিন্তু কেন্দ্র পরিস্কার করে দিল আগামী ১ মাস বন্ধই থাকছে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা।
৩১ অগাস্ট পর্যন্ত না ভারত থেকে কোনও বিমান বিদেশে যাবে, না কোনও বিদেশি বিমান ভারতে নামবে। এটা স্পষ্ট করে দিল কেন্দ্র। তবে কার্গো বিমানে কোনও বিধিনিষেধ থাকছে না। যাত্রী পরিবহণ বন্ধ থাকলেও এরফলে মালপত্র আদান প্রদান অন্য দেশের সঙ্গে বন্ধ থাকছে না অগাস্টে। তা চালুই থাকছে। এছাড়া বিশেষ ক্ষেত্রেও ছাড় মিলবে। তবে তা অনুমতি সাপেক্ষ।
গত ২৫ মার্চ থেকে দেশে লকডাউউন ঘোষণা হয়। সেদিন থেকেই দেশে যাবতীয় আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় দেশের মধ্যেও বিমান ওঠানামা। তবে দেশের মধ্যে বিমান ওঠানামা অনেকটাই এখন স্বাভাবিক। গত ২৫ মে থেকে তা ক্রমশ স্বাভাবিক করার পদক্ষেপ শুরু হয়। যা এখন আরও অনেকটাই সচল অবস্থায় পৌঁছে গেছে। যদিও সবই হচ্ছে করোনা বিধি মেনে।
এরমধ্যেই অবশ্য কলকাতা থেকে দেশের ৬টি শহরে বিমান পরিষেবা বন্ধ করে রাজ্যসরকার। যা প্রথমে ৩১ জুলাই পর্যন্ত করা হলেও ফের সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে। এখন দেশের ৬টি শহর মুম্বই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই ও আমেদাবাদ থেকে কোনও যাত্রীবাহী বিমান কলকাতায় ওঠানামা মানা। সেই সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্যসরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা