দেশে একদিনে রেকর্ড মৃত্যু, রেকর্ড সুস্থতাও
দেশে করোনায় রেকর্ড মৃত্যু হল। পাশাপাশি সুস্থতার সংখ্যাও রেকর্ড গড়ল। ৫০ হাজার পার করল একদিনে।
নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা একদিনে কত বাড়ল সে দিকে সকলেরই নজর থাকে। গত একদিনে দেশে করোনা রোগীর সংখ্যা গত দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে যে সংখ্যা রয়েছে তাও নেহাত কম নয়। গত একদিনে ৫৪ হাজার ৭৩৫ জন রোগীর সন্ধান মিলেছে। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৩ জন। এখন প্রতি ২ দিনে ১ লক্ষ ডিঙিয়ে যাচ্ছে রোগীর সংখ্যা। এরমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ জন। অবশ্য করোনা পরীক্ষা বাড়ায় করোনা রোগীর খোঁজও মিলছে অনেক বেশি।
দেশে করোনা রোগীর সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন কিন্তু মৃত্যুও বাড়ছে তাল মিলিয়ে। গত একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু দেখল দেশ। ৮৫৩ জনের মৃত্যু হল গত একদিনে। ফলে মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ৩৭ হাজার ৩৬৪ জনে। গত একদিনে মহারাষ্ট্রেই শুধু মৃত্যু হয়েছে ৩২২ জনের। তামিলনাড়ুতে ৯৯ জনের। দেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভারত বিশ্বের মধ্যে রোগী সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে। আর করোনায় মৃত্যুর নিরিখে ইতালিকেও টপকে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে।
দেশে করোনায় মৃত্যু ও রোগীর সংখ্যা বৃদ্ধি যখন রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে, তখন দেশে করোনা সারিয়ে সুস্থতার হারও লাফিয়ে বাড়ছে, যা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এই প্রথম একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫০ হাজার পার করল। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ২৫৫ জন।
ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৪৫ হাজার ৬২৯ জন। সুস্থতার হারও এরফলে বাড়ছে। দেশে সুস্থতার হার বৃদ্ধি কিছুটা হলেও শঙ্কিত মানুষের মনে আশার আলো জিইয়ে রাখছে। মানুষকে মানসিক দিক থেকে লড়াই করার মনের জোর টুকু দিতে পারছে। এটা বিশ্বাস করছেন সকলে যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা