গত মঙ্গলবার একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও আঞ্চলিক দলের কাঁধে ভর করে গোয়ায় সরকার গড়েছে বিজেপি। তার ঠিক পরদিন মণিপুরেও ঠিকই একই ভাবে সরকার গড়ল তারা। ৬০ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা কারও কপালেই জোটেনি। তবে একক দল হিসাবে ২৮টি আসন নিয়ে এগিয়ে ছিল কংগ্রেসই। বিজেপির ঝুলিতে ছিল ২১টি আসন। সরকার গড়তে ৩১টি আসনের প্রয়োজন। এই অবস্থায় অনেক দড়ি টানাটানির পর মাত্র ৩ জন অন্য দলের বিধায়কের সমর্থন জোগাড়েও অসমর্থ হল কংগ্রেস। বরং বিজেপি অনেকটা পিছিয়ে থেকেও রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে দাবি জানায় তাদের পাশে রয়েছে এনপিপি-র ৪, এনএফপি-র ৪, এলজেপি-র ১ ও অন্যান্য ২ বিধায়কের সমর্থন। ফলে তারাই সরকার গড়ার দাবিদার। বিজেপির দাবি মেনেও নেন রাজ্যপাল।
এদিন মণিপুরের রাজধানী ইম্ফলের রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতৃত্বাধীন জোটের নেতা বিরেন সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী আইবোবি সিং।