অযোধ্যায় শুরু হয়ে গেল পুজো, চলছে রামায়ণ পাঠ
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর আচারানুষ্ঠান শুরু হয়ে গেল। বলা ভাল শুরু হয়ে গেল ভূমি পুজোর প্রথম ভাগ।
অযোধ্যা : রাম মন্দিরের ভূমি পুজোর জন্য তার পুজো অর্চনা শুরু হয়ে যাবে ৩ অগাস্ট থেকেই। এটা আগেই জানানো হয়েছিল। সেই মত সোমবার থেকেই শুরু হয়ে গেল পুজো। গৌরি গণেশ পুজো দিয়ে শুরু হয় এই ৩ দিন ব্যাপী কর্মকাণ্ড। সোমবার গৌরি গণেশ পুজো শুরু হয়। হিন্দু ধর্মে কোনও শুভ কাজ শুরুই হয় গণেশ পুজো দিয়ে। তাই রাম মন্দিরের ভূমি পুজোর আচারানুষ্ঠানও শুরু হল গৌরি গণেশ পুজো দিয়ে। সোমবার সকাল ৮টায় শুরু হয় গৌরি গণেশ পুজো। ১১ জন পুরোহিত এই পুজো শুরু করেন। মন্ত্রপাঠের মধ্যে দিয়ে এগোয় পুজো।
একদিকে যখন গৌরি গণেশ পুজো শুরু হয়ে গেল অযোধ্যায় তখন অযোধ্যার অন্যান্য মন্দিরে এদিন সকাল থেকেই শুরু হয়েছে রামায়ণ পাঠ। স্থানীয় এক পুরোহিত মহন্ত সত্যেন্দ্র জানিয়েছেন, অযোধ্যা যেন ত্রেতা যুগে ফিরে গেলে সোমবার সকাল থেকে। অযোধ্যা জুড়ে শুধুই মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যাচ্ছে। বিভিন্ন মন্দিরে আরতি হচ্ছে। অনেক জায়গায় চলছে রামায়ণ পাঠ। সেইসঙ্গে শোনা যাচ্ছে মন্দিরের ঘণ্টা ধ্বনি। ৩ দিন ব্যাপী এই পরিবেশ বজায় থাকবে অযোধ্যায়। ভূমি পুজো পর্যন্ত অযোধ্যা যেন সোমবার থেকে অন্য রূপ ধারণ করল।
অযোধ্যা জুড়ে কিন্তু সোমবারও ছিল শেষ মুহুর্তের প্রস্তুতি। রাস্তা সেজে উঠেছে মোলায়েম পিচে। বাড়িঘর রঙিন হয়ে উঠেছে। সরযূর তীর সুন্দর করে সাজানো হয়েছে। দীপালোকের ঔজ্জ্বল্য তো আছেই। সেইসঙ্গে চারিদিকে শ্রীরামের ছবি। গোটা শহরটা ছবির মত হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে যাচ্ছেন।
অযোধ্যায় আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর হিসাবে ৪০ কেজি রুপোর ইট স্থাপন করবেন। তারপর শুরু হবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। যা শেষ হতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ বছর। প্রসঙ্গত রাম মন্দিরের পুরনো নকশাও কিছুটা বদল হয়েছে। মন্দির আকারে আরও বড় হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা