ফের দেশের এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ, পজিটিভ তাঁর মেয়েও
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পর ফের দেশের আর এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন।
বেঙ্গালুরু : দেশে প্রথম কোনও মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়েছিলেন গত ২৫ জুলাই। তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপর থেকে তিনি হাসপাতালে ভর্তি। এবার দেশের আর এক মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হলেন। তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ৭৭ বছর বয়সী ইয়েদুরাপ্পা রবিবার রাতে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। তিনি পরে নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানান। জানান তিনি ভালই আছেন। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি। তিনি অনুরোধ করেন তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁরা যেন নিজেদের কোয়ারেন্টিনে নেন। আপাতত ইয়েদুরাপ্পা মনিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ ধরা পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ ধরা পড়ার কিছু পরে। এদিকে ইয়েদুরাপ্পা করোনা পজিটিভ হওয়ার পর তাঁর মেয়ে পদ্মাবতীও করোনা পজিটিভ হিসাবেই ধরা পড়েছেন। তাঁকেও করোনা পজিটিভ পাওয়ার পর তাঁর বাবার সঙ্গেই মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনিও সেখানে চিকিৎসাধীন।
ইয়েদুরাপ্পার ৫ সন্তান। ২ ছেলে ও ৩ মেয়ে। তারমধ্যে বড় ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পার সঙ্গেই তাঁর বাসভবনে থাকেন। ফলে তাঁরও পরীক্ষা হয়। তবে তাঁকে নেগেটিভ পাওয়া গিয়েছে। যদিও তাঁকে আপাতত হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এদিকে ইয়েদুরাপ্পার বাড়িতে কর্মরত ৬ জন কর্মচারিকে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে।
বিজয়েন্দ্রই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর বাবা এখন ভাল আছেন। চিকিৎসকেরা ভরসা দিয়েছেন ভয় পাওয়ার কিছু নেই। হাসপাতালের তরফে বুলেটিনেও জানানো হয়েছে ইয়েদুরাপ্পা চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। রবিবার রাতেই ইয়েদুরাপ্পাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য একটি চিকিৎসকদের দল গঠন করা হয়েছে।
প্রসঙ্গত ইয়েদুরাপ্পা ও তাঁর মেয়ে পদ্মাবতী ২ জনেই কার্যত উপসর্গহীন। সামান্য কিছু উপসর্গ মনে হওয়ায় তাঁদের পরীক্ষা হয়। তাঁদের করোনা পজিটিভ পাওয়া যায়। ইয়েদুরাপ্পার পরিবারের বাকিদের এবং তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টিনে যেতে অনুরোধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা