National

একদিনে রেকর্ড মৃত্যু, রোগীর চেয়ে সুস্থতা দ্বিগুণের ওপর

দেশে প্রায় ৪০ হাজারের দরজায় পৌঁছে গেল করোনায় মৃত্যু। গত একদিনে মৃত্যু হল ৮৫৭ জনের।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এখন প্রতিদিন ৫০ হাজারের ওপর রোগীর হদিশ মিলছে দেশে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৫২ হাজার ৫০৯ জন। ৬ লক্ষ ১৯ হাজার ৬৫২টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। তার আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা কিছুটা কমলেও রোগীর সংখ্যা তুলনায় কিছুটা বেড়েছে। তবে ৫২ হাজারি ঘর গত ৩ দিন ধরে ধরে রেখেছে দেশে দৈনিক রোগীর বৃদ্ধি। এদিকে গত একদিনের সংখ্যার পর দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৯ লক্ষ পার করেছে। বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লক্ষ ৮ হাজার ২৫৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৪ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৫৭ জন। যার হাত ধরে এদিন প্রায় ৪০ হাজারের দরজায় পৌঁছে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৭৯৫ জন। অবশ্যই মৃতের সংখ্যা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে।


দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩০০ জনের। তামিলনাড়ুও গত একদিনে ১০০ পার করেছে মৃত্যুতে। সেখানে মৃত্যু হয়েছে ১০৮ জনের। এদিকে দেশে কিন্তু সাকুল্যে মৃত্যুর হার প্রতিদিনই সামান্য করে কমছে। দেশে এখন করোনায় মৃত্যুর হার ২.১০ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে অনেকটা স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে ৫১ হাজার ৭০৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ১৩ লক্ষের দরজায় পৌঁছে গেছে।


দেশে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৮২ হাজার ২১৫ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হারও। উল্লেখযোগ্যভাবে দেশে এখন করোনা জয়ী মানুষের সংখ্যা করোনা রোগীর সংখ্যার তুলনায় দ্বিগুণের ওপর চলে গেছে। ৬৬ শতাংশের ওপর চলে গেছে দেশে সুস্থতার হার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button