National

আস্থা ভোটে জয়, গোয়ায় সরকার নিশ্চিত করল পারিক্কর সরকার

সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হত গোয়ার পারিক্কর সরকারকে। সেই পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হল বিজেপি। এদিন সকালে গোয়া বিধানসভায় হওয়া আস্থাভোটে সহজ জয় পেল বিজেপি। দরকার ছিল ২১ জন বিধায়কের সমর্থন। সেখানে ২২ জন বিধায়কের সমর্থন আদায় করে নিয়েছে তারা। ফলে ১৪ তারিখ শপথ গ্রহণের পরও যে কিন্তুটা মনোহর পারিক্করের সরকারের পাশে লেখা ছিল তা এদিন মুছে গেল। বিধানসভা নির্বাচনে ৪০ আসনের গোয়ায় বিজেপি পায় ১৩টি আসন। সেখানে কংগ্রেস পায় ১৭টি। এদিকে সরকার গড়তে দরকার কমপক্ষে ২১টি আসন। এই অবস্থায় ২ দলই অন্য দলগুলিকে পাশে পাওয়ার লড়াই চালায়। সেই লড়াইয়ে মহারাষ্ট্র গোমন্তক পার্টির ৩ জন, গোয়া ফরওয়ার্ডের ৩, এনসিপি-র ১ ও নির্দল ২ বিধায়কের সমর্থন এদিন যায় বিজেপির দিকেই। ফলে সহজেই কংগ্রেসকে পিছনে ফেলে গোয়ায় নিজেদের শাসন নিশ্চিত করল বিজেপি। অন্যদিকে কংগ্রেসের ১৭ জন বিধায়কের মধ্যে বিশ্বজিৎ রানে এদিন ভোটাভুটিতে অংশই নেননি।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button