সুশান্ত তদন্তের নথি দিচ্ছে না মুম্বই পুলিশ, সুপ্রিম কোর্টে নালিশ বিহার সরকারের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার পুলিশকে নথিই দিচ্ছে না মুম্বই পুলিশ। সুপ্রিম কোর্টকে জানাল বিহার সরকার।
নয়াদিল্লি : সুশান্ত সিং কাণ্ডে বিহার পুলিশের তদন্তে মুম্বই পুলিশ বাধা দিচ্ছে। এই অভিযোগ আগেই উঠেছিল। বিহার পুলিশের আধিকারিক আইপিএস বিনয় তিওয়ারি তদন্তের কাজে মুম্বই পৌঁছতেই তাঁকে কোয়ারেন্টিনে পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। যাকে কেন্দ্র করে সরাসরি বিহার ও মহারাষ্ট্র সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বিহার সরকার শুক্রবার সুপ্রিম কোর্টকে আরও গুরুতর অভিযোগ জানাল মুম্বই পুলিশের বিরুদ্ধে। মুম্বই পুলিশের কাছে বারবার চাওয়া সত্ত্বেও তারা নানা অজুহাত দেখিয়ে নথি দেওয়া এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিহার সরকার।
বিহার সরকারের দাবি, বিহার পুলিশ সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে মুম্বই পুলিশের কাছে এই তদন্ত সংক্রান্ত নথি চায়। কিন্তু তা দিচ্ছেনা মুম্বই পুলিশ। বিহার সরকারের দাবি মুম্বই পুলিশের কাছে তাদের রাজ্যের তদন্তকারীরা পোস্টমর্টেম রিপোর্ট, এফএসএল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সহ আরও কিছু নথি ও প্রামাণ্য তথ্য চেয়েছিল। বারবার মুম্বই পুলিশের কাছে এই নথি চাওয়া হচ্ছে। কিন্তু এখনও কোনও নথি তারা হাতে দেয়নি।
বিহার পুলিশ রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদও এখনও করে উঠতে পারেনি। এদিকে বিহার সরকারের দাবিকে মান্যতা দিয়ে সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্তে সবুজ সংকেতে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে তা সুপ্রিম কোর্টকে জানিয়েও দেওয়া হয়েছে। ফলে এবার এই তদন্তে সিবিআই অংশ নিচ্ছে। ইডি-র তরফেও সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিহার পুলিশের এফআইআর-এর ভিত্তিতে আর্থিক দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। রিয়া চক্রবর্তীকে শুক্রবার জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা।
বিহার সরকার একটি এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে, রিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ওষুধের ওভারডোজ দিতেন সুশান্তকে। সেই ওভারডোজের প্রভাব শুরু হলে সুশান্তকে মানসিক দিক দিয়ে অসুস্থ বলে জানান তিনি। আসল লক্ষ্য ছিল সুশান্তের সম্পত্তি হাতিয়ে নেওয়া। এমনই অভিযোগ সুশান্তের পরিবারের তরফেও বিহার পুলিশের কাছে করা হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা