খেলার মাঠে ঢুকল ৮ ফুট লম্বা প্রাণিটা
খেলার বিশাল মাঠ। সেখানেই আচমকা ঢুকে পড়ল ৮ ফুট লম্বা প্রাণিটা। যা দেখে ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল হৈচৈ।
আগ্রা : হস্টেলের লাগোয়া একটি খেলার মাঠ। এই মাঠেই খেলা করে ছাত্ররা। খেলা করে আশপাশের কিশোরকুল। খেলার মাঠে অনেক সময়ই ছেলেরা খেলায় ব্যস্ত থাকে। কিশোরদের সেই পছন্দের খেলার মাঠে আচমকাই দেখা মেলে একটি আট ফুট লম্বা প্রাণির। প্রথমে তা নজরে না পড়লেও সেটিকে মাঠের ওপর চলে আসতে দেখে আঁতকে ওঠে হস্টেলের ছাত্ররা। বিশাল আকারের একটি সাপ। যার চেহারাতেই হাড় হিম হওয়ার জোগাড় হয় সকলের। ছোটাছুটি শুরু হয়ে যায়। একবার ধরতে পারলে যে রেহাই নেই তা বিলক্ষণ বুঝতে পারছিল সকলে।
খবরটা আগুনের মত ছড়িয়ে পড়ে। সময় নষ্ট না করে ওয়াইল্ডলাইফ এসওএস নামে এনজিও-তে খবর পাঠানো হয়। তারা সেখানে হাজির হতে যে সময়টা নেয় সেই সময়ের মধ্যে যথেষ্ট দূরত্ব থেকে সাপটির ওপর নজর রাখেন সকলে। তবে সন্তর্পণে। এদিকে সাপটিও এক জায়গায় থাকার নয়। সে এগোতে শুরু করে হস্টেলের গেটের দিকে। তাতে আরও আতঙ্ক ছড়ায়। যদি সেটি হস্টেলে ঢুকে পড়ে তাহলে তাকে খুঁজে পাওয়াই মুশকিল হবে। এই চিন্তা যখন পেয়ে বসেছে ঠিক তখনই হাজির হন ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্মীরা।
তাঁরা তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে পাইথনটিকে বন্দি করতে সমর্থ হন। খোলা জায়গায় থাকায় সেটিকে ধরতে সুবিধা হয়। পরে সেটিকে একটি বিশেষ গাড়িতে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরে সেটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেন ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্মীরা। ঘটনাটি ঘটেছে আগ্রার খাণ্ডারী এলাকার কেন্দ্রীয় হিন্দি সংস্থানের হস্টেলের মাঠে। ছাত্রদের দাবি, তারা এই মাঠে আগেও অনেক ছোটখাটো সাপ দেখেছে। কিন্তু এমন বিশাল আকারের পাইথন এই প্রথম তারা দেখল।
ওয়াইল্ডলাইফ এসওএস-এর তরফে জানানো হয়েছে পাইথন অতিকায় চেহারার হয়। তবে বিষহীন। কিন্তু এর কামড় ভয়ানক। পাইথনের চেহারাই সকলের হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। আগ্রার আশপাশে কিছু জঙ্গল রয়েছে। মনে করা হচ্ছে সেখান থেকেই পাইথনটি কোনও কারণে বেরিয়ে চলে আসে এই মাঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা