একদিনে দেশে ১ হাজার পার করল করোনায় মৃত্যু
দৈনিক রোগীর সংখ্যা ৬০ হাজারের ওপর চলে গিয়েছে কদিন আগেই। এবার ১ হাজার পার করে গেল দেশে একদিনে মৃত্যু।
নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে ভারত এখন তার করোনা পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতে দাঁড়িয়ে গেছে পরিস্থিতি। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬২ হাজার ৬৪ জন। গত দিনের তুলনায় কিছুটা কম। এখানে অবশ্য একটি বিষয় গুরুত্বপূর্ণ। গত দিনে যেখানে ৭ লক্ষের ওপর নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে পাওয়া গিয়েছিল প্রায় ৬৫ হাজারের কাছে রোগীর0 সংখ্যা। সেখানে গত একদিনে প্রায় আড়াই লক্ষ নমুনা পরীক্ষা কমেছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ২৩টি। সে তুলনায় রোগীর সংখ্যা কিন্তু বিশেষ কমেনি। যা অবশ্যই চিন্তার।
দেশে দৈনিক রোগীর বৃদ্ধি কিন্তু ক্রমশ চিন্তার কারণ হচ্ছে। এদিকে গত একদিনের সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনায় কাবু রোগীর সংখ্যা সাড়ে ২২ লক্ষ এক লাফে পার করে গেল। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে ২ লক্ষ ছুঁয়ে ফেলা সময়ের অপেক্ষা। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২২ লক্ষ ১৫ হাজার ৭৪ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫ জন।
দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় মৃত্যু ১ হাজারের গণ্ডি পার করে গেছে। যা গত দিনের তুলনায় কিছুটা বেশি। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৪৪ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩৮৬ জন। মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩৯০ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৯৭ জন প্রাণ হারিয়েছেন।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে ৫৪ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে ফিরেছেন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা প্রায় ১৫ লক্ষ পার করে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হার। তা বেড়ে ৬৮ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা