National

দেশে অনেকটা কমল দৈনিক রোগীর সংখ্যা

দৈনিক রোগীর সংখ্যা ৬০ হাজারের ওপর কদিন ধরেই রয়ে গেছে। অবশেষে গত একদিনে তা ৫৩ হাজারের ঘরে নেমে এল।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে ঠিকই তবে আগের কয়েকদিনের তুলনায় গত একদিনে তা কিছুটা হলেও কমল। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৫৩ হাজার ৬০১ জন। গত দিনের তুলনায় অনেকটা কম। কদিনে ৬০ হাজারের ওপর থাকার পর অবশেষে তা নেমে দাঁড়াল ৫৩ হাজারে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ২৯০টি। এখানেই আশার আলো লুকিয়ে রয়েছে। কারণ প্রায় ৭ লক্ষ নমুনা পরীক্ষায় ৫৩ হাজার ৬০১ জন করোনা রোগী ধরা পড়েছেন।

দেশে দৈনিক রোগীর বৃদ্ধি কিন্তু এখনও স্বস্তি দিতে পারছেনা। গত একদিনের সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনায় কাবু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৫ জন। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে ২ লক্ষ ছুঁয়ে ফেলা এখন সময়ের অপেক্ষা। ৬০ হাজার থেকে নামলেও করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি কিন্তু এখনও রীতিমত চিন্তার কারণ হয়ে রয়েছে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯ জন।


দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় মৃত্যু অবশ্য কিছুটা কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৮৭১ জনের। তার আগের দিন ১ হাজার পার করেছিল মৃতের সংখ্যা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৪৫ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২৫৭ জন। মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে তা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ২৯৩ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৪ জনের। অন্ধ্রপ্রদেশে ৮০ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। তবে তার আগের দিনের তুলনায় গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেকটা কমেছে। গত একদিনে দেশে ৪৭ হাজার ৭৪৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা প্রায় ১৬ লক্ষের কাছে পৌঁছে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৮৯ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হার। বেড়ে ৬৮ শতাংশ পার করেছে সুস্থতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button