সেপ্টেম্বরে স্কুল খুলুক চাইছেন না অভিভাবকদের বড় অংশ
সেপ্টেম্বরে স্কুল খোলা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। অভিভাবকের বড় অংশই চাইছেন না এখনই স্কুল খুলুক।
নয়াদিল্লি : সেপ্টেম্বরে স্কুল খোলার মধ্যে দিয়ে আনলক পর্বের চূড়ান্ত অধ্যায়ে প্রবেশ করতে চাইছে কেন্দ্র। সেপ্টেম্বর থেকে দেশে স্কুল খোলার একটা ইঙ্গিত ইতিমধ্যেই কেন্দ্র দিয়েছে। যদিও তা নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবু সেই ইঙ্গিতেই শুরু হয়ে গেছে নানা মহলে জল্পনা। সবচেয়ে বেশি ভীত অভিভাবকরা। লোকালসার্কেলস নামে একটি সংস্থা এ নিয়ে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে ৩৩ শতাংশ অভিভাবক চাইছেন সেপ্টেম্বর ১ থেকে স্কুল খুলে যাক। কিন্তু বাকি অংশের অভিভাবক অর্থাৎ ৬৭ শতাংশ বা বড় অংশের অভিভাবক চাইছেন না সেপ্টেম্বরে স্কুল খুলুক।
অনেকের বাড়িতেই বৃদ্ধ বাবা মা রয়েছেন। পড়ুয়াদের ঠাকুমা, ঠাকুরদা, দাদামশাই, দিদিমা। তাঁদের নিয়ে বেশি চিন্তিত অভিভাবকরা। কারণ বাচ্চারা কোনওভাবে স্কুল করে বাইরে বেরিয়ে সংক্রমিত হলে তা তারা বাড়িতে ছড়াবে। বাড়ির সকলেও দ্রুত সংক্রমণের শিকার হবেন। বৃদ্ধ বৃদ্ধারা সেক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে শিশুরা অত্যন্ত ঝুঁকির আওতাভুক্ত। ভারতে আবার অনেক পরিবারই যৌথ পরিবার। সেখানে কিন্তু সংক্রমণ শিশুর হাত ধরে দ্রুত ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
আমেরিকাতেও স্কুল খুলতে গিয়ে অনেক ছাত্রছাত্রী সংক্রমণের শিকার হয়েছে। যা ইতিমধ্যেই খবর হয়ে ছড়িয়ে পড়েছে। ভারত এখন যে করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটাও অত্যন্ত উদ্বেগের। খুব দ্রুত ছড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে স্কুল খোলা অত্যন্ত ঝুঁকির হবে তাঁদের সন্তানদের জন্য বলে মনে করছেন বড় অংশের অভিভাবকরা। এঁদের কেউ মনে করছেন স্কুলে সামাজিক দূরত্ববিধি পড়ুয়ারা মেনে চলবে না। অনেকে মনে করছেন তাঁরা স্কুলে পাঠানোর চান্সই নিতে পারবেননা।
যা পরিস্থিতি তাতে হয়তো এমনটা হতে পারে যে কেন্দ্র স্কুল খোলার বিষয়টি রাজ্যের হাতে ছেড়ে জানাল যে সেপ্টেম্বরে স্কুল খোলা হবে কিনা তা নিয়ে রাজ্যগুলি সিদ্ধান্ত গ্রহণ করুক। করোনার থাবা কোথায় বেশি সেদিকটা মাথায় রেখেও স্কুল খোলার পথ খুলতে পারে। তবে বড় অংশের অভিভাবকরা কিন্তু তাঁদের সন্তানদের স্কুলে পাঠানোর মত ভরসা একেবারেই পাচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা