রেকর্ড লাফ, দেশে একদিনে বাড়ল প্রায় ৬৭ হাজার রোগী
দৈনিক রোগীর সংখ্যা ৬০ হাজারের ওপর কদিন ধরেই রয়ে গেছে। মাঝে একদিন তা ৫০-এর ঘরে নামে। গত একদিনে তা পৌঁছে গেল রেকর্ড সংখ্যায়।
নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এখন দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতে দাঁড়িয়ে গেছে পরিস্থিতি। ২ দিন আগে তা ৫৩ হাজারে নামলেও ফের লাফ দিয়েছে। গত একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়ল। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। ৬৭ হাজার বললেও কিছু ভুল বলা হয়না। গত দিনের তুলনায় যা অনেকটা বেশি। গত একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষাও হয়েছে দেশে। এই প্রথম একদিনে নমুনা পরীক্ষা ৮ লক্ষ পার করল। ৮ লক্ষ ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা রেকর্ড। তার মধ্যে থেকে ৬৬ হাজার ৯৯৯ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।
গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২৪ লক্ষের দরজায় পৌঁছে গেছে। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে ২ লক্ষ ছুঁয়ে ফেলতে চলেছে দেশে নতুন রোগীর সংখ্যা। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৭ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৩ হাজার ৬২২ জন।
দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪২ জন। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে এদিন ৪৭ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৩৩ জন। মৃতের সংখ্যাও যেভাবে বাড়ছে তা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৯৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়।
করোনা রোগী ও করোনায় মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৩৮৩ জন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৭ লক্ষের দরজায় পৌঁছে গেছে। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হারও। ৭০ শতাংশের ওপর চলে গেছে দেশে সুস্থতার হার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা