করোনায় কাবু প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকা মহন্ত নৃত্যগোপাল দাস
রাম মন্দিরের ভূমি পুজোর দিন প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি। সেই রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস-এর দেহে মিলল করোনার অস্তিত্ব।
লখনউ : প্রধানমন্ত্রীর সঙ্গে একই মিটিংয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই তাঁর করোনা ধরা পড়ে। ফলে প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তার কারণ ছিল। তারমধ্যেই রাম মন্দিরের ভূমি পুজোয় অংশ নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে থাকা রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস-এর দেহে মিলল করোনার অস্তিত্ব। তিনি পজিটিভ বলেই জানতে পারা গেছে। অথচ গত সপ্তাহেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন।
ভূমি পুজোর দিন মঞ্চে কেবল ৫ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস। নৃত্যগোপাল দাস বয়সের কারণে বিশেষ উঠতে না পারায় প্রধানমন্ত্রীকেই দেখা যায় তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে। হাত ধরে তাঁকে উঠতে বলতে। ফলে কয়েকবার তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে খুব কাছ থেকে কথাও বলেছেন তিনি।
মহন্ত নৃত্যগোপাল দাসের করোনা হওয়ার খবর পেয়েই তাঁর শরীরের খোঁজ খবর নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর যাবতীয় চিকিৎসার বন্দোবস্তের নির্দেশ দেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী ছাড়াও তিনিও ভূমি পুজোর দিন মহন্ত নৃত্যগোপাল দাস-এর খুব কাছে এসেছিলেন। যা চিন্তা বাড়াচ্ছে। বেশ কয়েকবার তাঁর সঙ্গে কথাও বলেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর মতই তিনি বেশ কিছুটা সময় মহন্তের কাছাকাছি কাটান।
৮২ বছরের মহন্ত নৃত্যগোপাল দাসের হাল্কা জ্বর ছিল। তিনি বর্তমানে মথুরায় রয়েছেন। তাঁর হাল্কা জ্বরের সঙ্গে সামান্য শ্বাসকষ্টও ছিল। ফলে সেখানে হাজির হয় একটি চিকিৎসক দল। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে তারা। তারপর বর্তমান পরিস্থিতিতে মহন্ত নৃত্যগোপাল দাসের করোনা পরীক্ষা হয়। যাতে পজিটিভ আসে ফল। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি ভাল আছেন। তাঁর অক্সিজেন লেভেলও ঠিক আছে। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে মেদান্ত হাসপাতালে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সরিয়েও নিয়ে যাওয়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা